অধিকাংশ জিহাদি ভাইদের সাথেই তাঁদের বাবা-মায়ের সম্পর্ক ভালো না। তারা কথায় কথায় তাদের বাবা-মায়ের বিরুদ্ধাচরণ করেন। কেউ কেউ তাদের মুসলিম বাবা-মাকে কাফেরও মনে করেন।
অথচ, রাসূল (স)-এর অনেকগুলো হাদিস রয়েছে, যেখানে তিনি জিহাদের চেয়েও বাবা-মায়ের সাথে সদ্ব্যবহারকে বেশী উত্তম কাজ বলেছেন।
বুখারী শরীফে এসেছে –
قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ العَمَلِ أَفْضَلُ؟ قَالَ: «الصَّلاَةُ عَلَى مِيقَاتِهَا» ، قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «ثُمَّ بِرُّ الوَالِدَيْنِ» ، قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «الجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ»
“আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেন, আমি রাসূল (স)-কে জিজ্ঞেস করলাম – ‘হে আল্লাহর রাসূল, কোন কাজটি সর্বোত্তম?’
রাসূল (স) বললেন – ‘সময় মত নামাজ পড়া’।
আমি বললাম – ‘এরপর কোন কাজটি উত্তম?’
রাসূল (স) বললেন – ‘পিতামাতার সাথে সদ্ব্যবহার করা’।
আমি বললাম – ‘এরপর কোন কাজটি উত্তম?’
রাসূল (স) বললেন – ‘আল্লাহর রাস্তায় জিহাদ বা সংগ্রাম করা।’
[সহীহ বুখারী, মাকতাবায়ে শামেলা - ২৭৮২]
কেবল হাদীসে নয়, কোর’আনেও অনেকস্থানে আল্লাহর সাথে শিরক থেকে নিষেধ করার পর পরেই বাবা-মায়ের সাথে সদ্ব্যবহার করার কথা বলা হয়েছে। সুতরাং, জিহাদের চেয়েও উত্তম কাজ বাবা-মায়ের সন্তুষ্টি অর্জন করা।
অথচ, রাসূল (স)-এর অনেকগুলো হাদিস রয়েছে, যেখানে তিনি জিহাদের চেয়েও বাবা-মায়ের সাথে সদ্ব্যবহারকে বেশী উত্তম কাজ বলেছেন।
বুখারী শরীফে এসেছে –
قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ العَمَلِ أَفْضَلُ؟ قَالَ: «الصَّلاَةُ عَلَى مِيقَاتِهَا» ، قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «ثُمَّ بِرُّ الوَالِدَيْنِ» ، قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «الجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ»
“আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেন, আমি রাসূল (স)-কে জিজ্ঞেস করলাম – ‘হে আল্লাহর রাসূল, কোন কাজটি সর্বোত্তম?’
রাসূল (স) বললেন – ‘সময় মত নামাজ পড়া’।
আমি বললাম – ‘এরপর কোন কাজটি উত্তম?’
রাসূল (স) বললেন – ‘পিতামাতার সাথে সদ্ব্যবহার করা’।
আমি বললাম – ‘এরপর কোন কাজটি উত্তম?’
রাসূল (স) বললেন – ‘আল্লাহর রাস্তায় জিহাদ বা সংগ্রাম করা।’
[সহীহ বুখারী, মাকতাবায়ে শামেলা - ২৭৮২]
কেবল হাদীসে নয়, কোর’আনেও অনেকস্থানে আল্লাহর সাথে শিরক থেকে নিষেধ করার পর পরেই বাবা-মায়ের সাথে সদ্ব্যবহার করার কথা বলা হয়েছে। সুতরাং, জিহাদের চেয়েও উত্তম কাজ বাবা-মায়ের সন্তুষ্টি অর্জন করা।