সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ইবনে আব্বাস লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

জান্নাতের হুর গেলমান

অনেকে ওয়াজের মধ্যে জান্নাতের এমন বর্ণনা দেন, শুনে মনে হয়, তিনি এইমাত্র জান্নাত থেকে ঘুরে এসেছেন। অথচ, ইবনে আব্বাস (রা) বলেন - ليس في الدنيا من الجنة شيء إلا الأسماء "জান্নাতে যা আছে, কেবল নাম ছাড়া এমন কিছু পৃথিবীতে নেই।" [সূত্র: তাফসীরে তাবারী, খ – ১, পৃ - ৩৯২ ] ________ আমরা হুর-গেলমান এগুলোকে নিয়ে যেসব আলোচনা করি, অথবা, এগুলোকে যেভাবে পৃথিবীর সাথে মিলিয়ে ব্যাখ্যা করি, তা আসলে সঠিক নয়। কেননা, আমরা আসলে কেউই জানি না, জান্নাতের হুর বা গেলমান কেমন হবে? আমরা কেবল নামটা জানতে পারি।