১ পৃথিবী আমার আসল ঠিকানা নয়.. মরন একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয় । মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন । - ২ মিছে এই জীবনের রংধনু সাতরং, মিছে এই দুদিনের অভিনয় ।। মিছে এই ক্ষমতার দ্বন্দ, মিছে গান কবিতার ছন্দ । - ২ মিছে এই আভিনয় নাটকের মঞ্চ, মিছে এই জয় আর পরাজয় ।।
অহংকারের খাঁচা হতে মুক্ত করো প্রভু