সৌদি আরবের পুরুষরা মাথায় ওড়না দেয়। কেন দেয়? এটা কি ইসলামী পোশাক? না। এটা তাদের কালচারাল পোশাক। বাঙালিরা সৌদি আরবে কাজ করতে গিয়ে মনে করে, সৌদি পুরুষদের মত মাথায় ওড়না দেয়াটা ভালো। তাই বাংলাদেশে আসার সময় তাঁরা এমন কিছু ওড়না নিয়ে আসেন। এরপর পাঞ্জাবি গায়ে দিয়ে এবং সৌদি ওড়না মাথায় দিয়ে রাস্তায় রাস্তায় হাঁটেন। এতে দোষের কিছু নেই। যার যা ইচ্ছা, তিনি তা পরতে পারেন। সমস্যা নেই। কিন্তু সমস্যা তখন, যখন পুরুষদের মাথায় ওড়না দেয়াটাকে কেউ ইসলামী পোশাক মনে করে। তদ্রূপ নারীদের ক্ষেত্রেও ঘটে। সৌদি নারীরা তাদের কালচার অনুযায়ী পোশাক পরবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হয় তখন, যখন সৌদি নারীদের কালচারাল পোশাককে কেউ ইসলামী পোশাক বলে অন্যদের উপর চাপিয়ে দিতে চায়।
অহংকারের খাঁচা হতে মুক্ত করো প্রভু