সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মাজহাব লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বেদনাদায়ক কৌতুক

এক লোক ব্রিজ থেকে পড়ে মারা যাবে, এমন সময় A এসে বলল, আরে... আরে... কর কি? এমন করো না। B – না, আমি আত্মহত্যা করব। কেউ আমাকে ভালোবাসে না। A – আচ্ছা, তুমি কি মুসলিম? B – হুম। A – ওয়াও, আমিও মুসলিম। কিন্তু, তুমি শিয়া না সুন্নি? B – সুন্নি। A – আমিও সুন্নি। কিন্তু তুমি আহলে হাদিস না মাজহাবী? B – মাজহাবী। A – ভালো, আমিও। কিন্তু, তুমি হানাফি, শাফেয়ী, মালিকি না হাম্বলী? B – হানাফি। A – আমিও হানাফি। কিন্তু, দেওবন্দী না বেরলভী? B – বেরলভী। A – বেশ ভালো, আমিও বেরলভী। কিন্তু, তুমি তানজীহি না তাফকীরি? B – তানজিহী। A – ওয়াও, আমিও তাই। কিন্তু, তুমি ‘তানজীহি আজমাতি’ না ‘তানজীহি ফারহাতি’? B – তানজীহি ফারহাতি। A – আমিও। কিন্তু, তুমি ‘তানজীহি ফারহাতি জামিউল উলুম আজমীর’ না ‘তানজীহি ফারহাতি জামিউন নুর মেয়াত’? B – তানজীহি ফারহাতি জামিউন নুর মেয়াত। A – হায় হায়। তুই তো কাফির। যা মর গিয়ে, তোকে আমি বাঁচাতে পারব না।