উত্তম জীবনসঙ্গী বা সঙ্গিনী লাভের দোয়া:
وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَٰجِنَا وَذُرِّيَّـٰتِنَا قُرَّةَ أَعْيُنٍۢ وَٱجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
"হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এমন জীবনসঙ্গী এবং সন্তান দান করুন, যারা হবে আমাদের চোখের মণি। এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে নেতা বা ইমাম করুন"। [সূরা ২৫/ফুরকারন - ৭৪]
______
উত্তম জীবনসঙ্গী বা সঙ্গিনী নির্বাচনের উপায়:
জিজ্ঞাস করুন, "আপনি জীবনে কয়বার অর্থসহ সম্পূর্ণ কোর'আন পড়েছেন?"
যিনি জীবনে যতবেশি কোর'আন অধ্যয়ন করেছেন, তিনি ততবেশি উত্তম জীবনসঙ্গী বা সঙ্গিনী হতে পারবেন।
কেননা, রাসূল (স) বলেছেন -
إِنَّ أَفْضَلَكُمْ مَنْ تَعَلَّمَ القُرْآنَ وَعَلَّمَهُ
"নিশ্চয় তোমাদের মধ্যে উত্তম হলো সে, যে নিজে কোর'আন অধ্যয়ন করে এবং অন্যকে তা শিক্ষা দেয়"। [সহীহ বুখারী, মাকতাবায়ে শামেলা, হাদীস নং - ৫০২৮]
[এটি একটি ভবিষ্যৎ পরিকল্পনা]
وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَٰجِنَا وَذُرِّيَّـٰتِنَا قُرَّةَ أَعْيُنٍۢ وَٱجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
"হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এমন জীবনসঙ্গী এবং সন্তান দান করুন, যারা হবে আমাদের চোখের মণি। এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে নেতা বা ইমাম করুন"। [সূরা ২৫/ফুরকারন - ৭৪]
______
উত্তম জীবনসঙ্গী বা সঙ্গিনী নির্বাচনের উপায়:
জিজ্ঞাস করুন, "আপনি জীবনে কয়বার অর্থসহ সম্পূর্ণ কোর'আন পড়েছেন?"
যিনি জীবনে যতবেশি কোর'আন অধ্যয়ন করেছেন, তিনি ততবেশি উত্তম জীবনসঙ্গী বা সঙ্গিনী হতে পারবেন।
কেননা, রাসূল (স) বলেছেন -
إِنَّ أَفْضَلَكُمْ مَنْ تَعَلَّمَ القُرْآنَ وَعَلَّمَهُ
"নিশ্চয় তোমাদের মধ্যে উত্তম হলো সে, যে নিজে কোর'আন অধ্যয়ন করে এবং অন্যকে তা শিক্ষা দেয়"। [সহীহ বুখারী, মাকতাবায়ে শামেলা, হাদীস নং - ৫০২৮]
[এটি একটি ভবিষ্যৎ পরিকল্পনা]