মাজহাব জানার বিষয়, মানার বিষয় নয়। ইমাম গাজালির মতে, যারা ইসলাম সম্পর্কে জানতে চায়, তাঁদেরকে সর্বপ্রথম কোর'আন পড়তে হবে। এরপর হাদিস পড়তে হবে। এবং আরো অনেক কিছু জানার পরে ফিকহ ও মাজহাব সম্পর্কে পড়তে হবে। অর্থাৎ, মাজহাব জানা স্কলারদের কাজ, সাধারণ মানুষের কাজ নয়।
সাধারণ মানুষের কাজ কেবল কোর'আন, হাদিস ও রাসূলের জীবনী পড়ে, এবং তা বুঝে আমল করার চেষ্টা করা। কিন্তু, কেউ যখন কোর'আন-হাদিস থেকে জনকল্যাণের জন্যে নিয়ম-কানুন প্রণয়ন করতে চাইবে, তখন তাঁকে অবশ্যই মাজহাব বা ইসলামী মেথডলজি সম্পর্কে জানতে হবে।
সাধারণ মানুষের কাজ কেবল কোর'আন, হাদিস ও রাসূলের জীবনী পড়ে, এবং তা বুঝে আমল করার চেষ্টা করা। কিন্তু, কেউ যখন কোর'আন-হাদিস থেকে জনকল্যাণের জন্যে নিয়ম-কানুন প্রণয়ন করতে চাইবে, তখন তাঁকে অবশ্যই মাজহাব বা ইসলামী মেথডলজি সম্পর্কে জানতে হবে।