আল্লাহ তায়ালাকে খোদা, প্রভু বা God বলা যাবে কিনা, এ নিয়ে আমাদের মাঝে বিতর্ক আছে। ইমাম আবু হানিফার মতে, আল্লাহকে খোদা বা গড বলাতে কোনো সমস্যা নেই।
ইমাম আবু হানিফা বলেন - "আল্লাহর গুণাবলী বা নামকে আলেমগণ ফার্সি ভাষায় যেভাবে উল্লেখ করেছেন, তা জায়েজ।"
কেউ কেউ বলেন, আল্লাহ শব্দটি আল্লাহর মূল নাম (proper noun), তাই আল্লাহর পরিবর্তে অন্য কোনো শব্দ ব্যবহার করা যায় না। আসলে আল্লাহ (الله) নামটি এসেছে আল-ইলাহ (ال اله) শব্দ থেকে, যার অর্থ একটি 'একমাত্র ইলাহ'।
অন্যদিকে আল্লাহর যেসব নামকে আমরা সিফাত মনে করি, সেগুলোকেও আল্লাহ তায়ালা নিজের 'নাম' হিসাবে উল্লেখ করেছেন, 'গুণ' হিসাবে নয়।
সুতরাং, আল্লাহর গুণাবলীকে যেভাবে আমরা বাংলায় অনুবাদ করি, তেমনি আল্লাহ শব্দটিকে খোদা, প্রভু বা God বলাতেও কোনো সমস্যা নেই।
সূত্র -
{وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا} [الأعراف: 180]
ذكره الْعلمَاء بِالْفَارِسِيَّةِ من صِفَات الله عز اسْمه فَجَائِز القَوْل
[الفقه الأكبر ص: 65]
ইমাম আবু হানিফা বলেন - "আল্লাহর গুণাবলী বা নামকে আলেমগণ ফার্সি ভাষায় যেভাবে উল্লেখ করেছেন, তা জায়েজ।"
কেউ কেউ বলেন, আল্লাহ শব্দটি আল্লাহর মূল নাম (proper noun), তাই আল্লাহর পরিবর্তে অন্য কোনো শব্দ ব্যবহার করা যায় না। আসলে আল্লাহ (الله) নামটি এসেছে আল-ইলাহ (ال اله) শব্দ থেকে, যার অর্থ একটি 'একমাত্র ইলাহ'।
অন্যদিকে আল্লাহর যেসব নামকে আমরা সিফাত মনে করি, সেগুলোকেও আল্লাহ তায়ালা নিজের 'নাম' হিসাবে উল্লেখ করেছেন, 'গুণ' হিসাবে নয়।
সুতরাং, আল্লাহর গুণাবলীকে যেভাবে আমরা বাংলায় অনুবাদ করি, তেমনি আল্লাহ শব্দটিকে খোদা, প্রভু বা God বলাতেও কোনো সমস্যা নেই।
সূত্র -
{وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا} [الأعراف: 180]
ذكره الْعلمَاء بِالْفَارِسِيَّةِ من صِفَات الله عز اسْمه فَجَائِز القَوْل
[الفقه الأكبر ص: 65]