সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কোর'আনের অর্থ বুঝার ক্ষেত্রে সাহাবীদের মতবিরোধ

"কেবল সালাফীরাই কুর'আন ও হাদিস সাহাবীদের মতো বুঝেন। অন্যরা নিজেদের মনগড়া কোর'আন ও হাদিস ব্যাখ্যা করেন।" -এ ধারণাটি ভুল।

কোর'আনের একই আয়াতের ব্যাখ্যা একেক সাহাবী একেক রকম দিয়েছেন। ফলে, ইসলামের একেক স্কুল একেক সাহাবীর মতামতকে গুরুত্ব দেন।

যেমন, সূরা নাজমের ছোট্ট একটা আয়াত দেখুন। আল্লাহ তায়ালা বলেন -

ما كذب الفؤاد ما رأى

"(রাসূলের) 'ফুয়াদ' মিথ্যা বলেনি, যা সে দেখেছে।" [সূরা ৫৩/নাজম - ১১]

এ একটি আয়াত থেকে প্রচুর ভিন্ন ভিন্ন মত সাহাবীদের থেকে এসেছে।

প্রথমত, এখানে 'ফুয়াদ' শব্দের অর্থ নিয়ে অনেক ভিন্ন মত রয়েছে। কেউ বলেন 'ফুয়াদ' অর্থ অন্তর, কেউ বলেন চোখ, কেউ বলেন মুখ, এবং কেউ বলেছেন ফুয়াদ অর্থ ব্রেইন।

দ্বিতীয়ত, এ আয়াতে কাকে দেখার কথা বলা হয়েছে, এ নিয়েও সাহাবীদের মাঝে অনেক ভিন্ন ভিন্ন মত রয়েছে। কেউ বলেছেন, এখানে আল্লাহকে দেখার কথা বলা হয়েছে, এবং কেউ বলেছেন এখানে জিব্রাঈলকে দেখার কথা বলা হয়েছে।

এ আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস (রা) বলেন -

عن ابن عباس قال: إن الله اصطفى إبراهيم بالخلة واصطفى موسى بالكلام واصطفى محمدا صلى الله عليه وسلم بالرؤية.
[تفسير البغوي - إحياء التراث 4/ 304]

"আল্লাহ তায়ালা মুসা (আ)-এর সাথে কথা বলে মুসা (আ)-কে সম্মানিত করেছেন, এবং মোহাম্মদ (স)-এর সাথে দেখা দিয়ে মুহাম্মদ (স)-কে সম্মানিত করেছেন।"

অন্যদিকে, একই আয়াতের ব্যাখ্যায় আয়েশা (রা) বলেন -

وكانت عائشة رضي الله عنها تقول: لم ير رسول الله صلى الله عليه وسلم ربه.
[تفسير البغوي - إحياء التراث 4/ 304]

"রাসূল (স) আল্লাহকে কখনোই দেখেননি।"

তিনি আরো বলেন -

"من حدثك أن محمدا رأى ربه فقد كذب
[تفسير البغوي - إحياء التراث 4/ 304]

"যে ব্যক্তি বলবে যে, রাসূল (স) আল্লাহকে দেখেছে, সে মিথ্যাবাদী।"
_________

দেখুন, একই আয়াতের ব্যাখ্যায় সাহাবীদের থেকে ভিন্ন ভিন্ন অনেক মত এসেছে। উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় সূফীরা ইবনে আব্বাস (রা)-এর মত গ্রহণ করেন, অন্যদিকে সালাফীরা আয়েশা (রা)-এর মত গ্রহণ করেন।

সুতরাং, এ কথা বলা ঠিক নয় যে, কেবল সালাফীরাই সাহাবীদের মতো কোর'আন হাদিস বুঝেন, অন্যরা সাহাবীদের মত বুঝেন না। আসল কথা হলো, কোর'আন ও হাদিসের ব্যাখ্যায় বিভিন্ন সাহাবী বিভিন্ন মত দেয়ার কারণে ইসলামে ভিন্ন ভিন্ন মতের স্কুল গড়ে উঠেছে। কিন্তু, ইসলামের সকল স্কুল-ই সাহাবীদের মতো চলার চেষ্টা করেন।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আল্লামা জালাল উদ্দিন রূমির বাণী ও কবিতা

ইউরোপ ও অ্যামেরিকা সহ সারাবিশ্বের অমুসলিমরা যে মানুষটির লেখা সবচেয়ে বেশি পড়েন, তিনি মাওলানা জালাল উদ্দিন রুমি। তাঁর ৫ টি বই ও একটি উপদেশ বাণী রয়েছে। ১। মসনবী, (৬ খণ্ড, ২৬০০০ কবিতার লাইন) ২। দিওয়ানে কবির, (৪০০০০ কবিতার লাইন) ৩। ফিহি মা ফিহি, (বিভিন্ন সভা ও মসলিসে দেয়া বক্তব্য) ৪। মাজালিশ-ই শব, (সাতটি বড় বক্তৃতা) ৫। মাকতুবাত, (১৪৭ টি চিঠি) আর একটি উপদেশ রয়েছে। উপদেশটি হলো – "অল্প খাও, স্বল্প ঘুমাও, কম কথা বল। গুনাহ থেকে দূরে থাক, সবসময় কাজ কর। সুখের অনুসন্ধানী মানুষদের থেকে দূরে থাক, এসব মানুষ তোমাকে যন্ত্রণা দিয়ে যাবে। সৎ, ভালো ও সুভাষী মানুষের সাথে থাক। ভালো মানুষ তারা, যাদের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয়। আর, ভালো কথা হলো তাই, যা সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ। সকল প্রশংসা এক মাত্র আল্লাহর।" [১৭ ডিসেম্বর রূমির 'শবে আরুস'। শবে আরুস অর্থ দ্বিতীয় জন্মের রাত বা মৃত্যুর রাত]

ওমরের ওয়াজে নারীর বাধা

মানুষের সামনে ওয়াজ করছেন ওমর (রা)। তিনি তখন অর্ধেক পৃথিবীর খলিফা। বিশাল ক্ষমতাবান। কিন্তু, তাঁর বিরোধিতা করে এক বৃদ্ধ দুর্বল নারী দাঁড়িয়ে গেলেন। দুর্বল নারীটি ওমর (রা)-কে বললেন, "হে ওমর, আল্লাহকে ভয় করুন। যেখানে আল্লাহ তায়ালা সূরা নিসার ২০ নং আয়াতে নারীদের জন্যে দেনমোহর সীমিত করে দেননি, সেখানে আপনি দিচ্ছেন কেন?" ওমর (রা) বললেন, "নারীটি ঠিক বলেছে, ওমর ভুল করেছে।" [ইবনে হযর আল-আসকালানি,ফাতুল-বারী, ৯:১৬৭] ভাগ্য ভালো ঐ দুর্বল নারী সাহাবীটির। তিনি অর্ধেক পৃথিবীর খলিফা ওমর (রা)-কে বাধা দিয়েছিলেন। যদি ঐ নারীটি এমন কোনো হুজুরকে বাধা দিতেন, যার সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যোগাযোগ আছে, তাহলে অবস্থাটা কি হতো দেখুন...

গণতন্ত্র সময়ের একটি চাহিদা

আজ থেকে ৪০০ বছর আগে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো নির্বাচনের কথা কি আমরা কল্পনা করতে পারি? ধরুন, ১৬১৭ সাল। উসমানী খেলাফতের অধীনে তখন বিশ্বের এক তৃতীয়াংশ ভূমি। সেই এক-তৃতীয়াংশ ভূমির খেলাফতের দায়িত্ব পালন করছেন সুলতান আহমদ। কেউ যদি তখন বলতো, আমরা সুলতান আহমদের পরিবর্তন চাই এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন চাই। তাহলে তখন কিভাবে সে নির্বাচনটি হত? তখন তো আর ইন্টারনেট বা টেলিভিশন ছিল না, এমনকি প্লেনও ছিল না। নির্বাচন কমিশনারের নির্বাচনী তফসিলটি বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষের প্রত্যেকের কাছে ঢোল পিটিয়ে ঘোষণা করতে করতে কমপক্ষে ৩ বছর সময় লেগে যেতো। গণতান্ত্রিক পদ্ধতিতে সকল মানুষ যেহেতু খলীফা প্রার্থী হবার অধিকার রাখে, সুতরাং নির্বাচন কমিশনারের কাছে তাঁদের মনোনয়ন পত্র দাখিল করতে করতে সময় লাগতো আরো ২ বছর। নির্বাচন কমিশনার লক্ষ লক্ষ মনোনয়ন পত্র বাচাই করতে করতে লাগতো আরো ১ বছর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের এবং আপিল নিষ্পত্তি করতে সময় লাগতো কমপক্ষে আরো ৫ বছর। প্রার্থিতা প্রত্যাহার করার সময় দিতে হতো কমপক্ষে আরো ১ বছর। কারণ প্রার্থীদেরকে বহুদূর থেকে এসে প্রার্থিতা প্রত্যাহার করতে হতো। তারপর, প্রা...