কওমী মাদ্রাসার আলেমদের মধ্যে অনেকেই নারীদের মসজিদে যাওয়া, নারীরা নারীদের ইমামতি করা, ইত্যাদির বিরোধিতা করেন। অথচ, কওমী আলেমদের মুরব্বি আবুল হাসান আলী নদভীর আম্মা নিজেই নারীদের ইমামতি করতেন।
এ প্রসঙ্গে আলী নদভী বলেন -
"আমার আম্মাদের নিজেদের জামা'আত অনুষ্ঠিত হত, যাতে মহিলা ইমাম এবং মহিলারাই মুকতাদী থাকতেন। এশার পর থেকে শুরু করে সাহরীর আগ মুহূর্ত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকত। সকলেই খুব ভালো কুরআন শরীফ পড়তেন। মাখরাজ সহীহ-শুদ্ধ ছিল। যদি ধৃষ্টতা না হয় তাহলে বলি যে, আজকাল মাদ্রাসার বহু শিক্ষকের থেকে অধিকতর সহীহ-শুদ্ধ পড়তেন ও বেশ ভাল পড়তেন।" [আমার আম্মা, পৃষ্ঠা - ১৯]
২
"মেয়েরা লিখতে শিখলে অন্যদেরকে চিঠি লিখবে। কিন্তু আমার মা'র লিখবার ও সুন্দর হস্তাক্ষরের অনুশীলনের ব্যাপারে আগ্রহ ছিল অত্যধিক। তিনি তাঁর চাচাতো ভাই মওলভী সাইয়েদ খলীলুদ্দীন, যিনি গোটা খান্দানের অভিভাবক হিসাবে বিবেচিত ছিলেন, তাঁর কাছে এ বিষয়ে অনুমতি প্রার্থনা করলে তিনি মা'র আগ্রহ ও ধর্মীয় আস্থাদৃষ্টে প্রয়োজন মাফিক অনুমতি দেন। ফলে তাঁর পরিবেশগত প্রথা এবং স্বীয় খান্দানের মানদণ্ডের বিপরীতে বেশ ভাল রকম লিখা শিখে ফেলেন। আর এটাই তাঁকে বই-পুস্তক লিখতে বেশ সহায়তা করেছিল।"
- আবুল হাসান আলী নদভী, আমার আম্মা, পৃষ্ঠা - ১৬
নোট -
নারীদের শিক্ষার বিরোধীতা যারা করেন, তাঁরা জানেন না, তাঁদের আকাবের বা মুরব্বীদেরকে যারা জন্ম দিয়েছেন, সেসব নারীকেও শিক্ষার জন্যে প্রচলিত প্রথা ভাঙতে হয়েছিলো।
এ প্রসঙ্গে আলী নদভী বলেন -
"আমার আম্মাদের নিজেদের জামা'আত অনুষ্ঠিত হত, যাতে মহিলা ইমাম এবং মহিলারাই মুকতাদী থাকতেন। এশার পর থেকে শুরু করে সাহরীর আগ মুহূর্ত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকত। সকলেই খুব ভালো কুরআন শরীফ পড়তেন। মাখরাজ সহীহ-শুদ্ধ ছিল। যদি ধৃষ্টতা না হয় তাহলে বলি যে, আজকাল মাদ্রাসার বহু শিক্ষকের থেকে অধিকতর সহীহ-শুদ্ধ পড়তেন ও বেশ ভাল পড়তেন।" [আমার আম্মা, পৃষ্ঠা - ১৯]
২
"মেয়েরা লিখতে শিখলে অন্যদেরকে চিঠি লিখবে। কিন্তু আমার মা'র লিখবার ও সুন্দর হস্তাক্ষরের অনুশীলনের ব্যাপারে আগ্রহ ছিল অত্যধিক। তিনি তাঁর চাচাতো ভাই মওলভী সাইয়েদ খলীলুদ্দীন, যিনি গোটা খান্দানের অভিভাবক হিসাবে বিবেচিত ছিলেন, তাঁর কাছে এ বিষয়ে অনুমতি প্রার্থনা করলে তিনি মা'র আগ্রহ ও ধর্মীয় আস্থাদৃষ্টে প্রয়োজন মাফিক অনুমতি দেন। ফলে তাঁর পরিবেশগত প্রথা এবং স্বীয় খান্দানের মানদণ্ডের বিপরীতে বেশ ভাল রকম লিখা শিখে ফেলেন। আর এটাই তাঁকে বই-পুস্তক লিখতে বেশ সহায়তা করেছিল।"
- আবুল হাসান আলী নদভী, আমার আম্মা, পৃষ্ঠা - ১৬
নোট -
নারীদের শিক্ষার বিরোধীতা যারা করেন, তাঁরা জানেন না, তাঁদের আকাবের বা মুরব্বীদেরকে যারা জন্ম দিয়েছেন, সেসব নারীকেও শিক্ষার জন্যে প্রচলিত প্রথা ভাঙতে হয়েছিলো।