ইবনে সিনাকে ইমাম গাজালি পথভ্রষ্ট বলেছেন। ইমাম গাজালিকে ইবনে তাইমিয়া পথভ্রষ্ট বলেছেন। ইবনে তাইমিয়াকে ইবনে হাজার আসকালানী পথভ্রষ্ট বলেছেন। এভাবে ইমাম আবু হানিফা, শাফেঈ, আহমদ বিন হাম্বল সহ সকল ইমামকেই অন্য ইমাম কোনো না কোনো কারণে পথভ্রষ্ট বলেছেন।
কেউ কাউকে পথভ্রষ্ট বললেই কেউ পথভ্রষ্ট হয়ে যায় না। কে পথভ্রষ্ট, আর কে হেদায়াত প্রাপ্ত, তা আল্লাহ ছাড়া কেউ জানেন না।
কেউ কাউকে পথভ্রষ্ট বললেই কেউ পথভ্রষ্ট হয়ে যায় না। কে পথভ্রষ্ট, আর কে হেদায়াত প্রাপ্ত, তা আল্লাহ ছাড়া কেউ জানেন না।