অসংখ্য কাজের চাপ। কোনটা রেখে কোনটা কববো বুঝি না। একটা করতে গেলে অন্যটা বাদ পড়ে যাচ্ছে। মনে হচ্ছে সব কাজ করতে না পারলে আমি ব্যর্থ। এমন সময়ে কোর'আনের একটি আয়াত আমাকে অনুপ্রেরণা দেয়।
আল্লাহ বলছেন -
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُونِ
"মানুষ এবং জ্বিনকে কেবল ইবাদাতের জন্যেই সৃষ্টি করা হয়েছে।" [সূরা ৫১/জারিয়াত - ৫৬]
এই আয়াত পড়ার পরে মনে হয়, আমাকে কেবল আল্লাহর ইবাদাত করার জন্যেই সৃষ্টি করা হয়েছে, অন্য সকল কাজ ঐচ্ছিক। পড়ে থাকুক শত দায়িত্ব ও শত কাজ, সফলতা ও ক্যারিয়ার। কেবল আল্লাহর ইবাদাত যদি সময় মতো করতে পারি, তাহলেই আমি সফল। অন্য সকল কাজ ও দায়িত্বগুলো ফেলে রেখে তখন প্রশান্তি অনুভব করি।
আল্লাহ বলছেন -
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُونِ
"মানুষ এবং জ্বিনকে কেবল ইবাদাতের জন্যেই সৃষ্টি করা হয়েছে।" [সূরা ৫১/জারিয়াত - ৫৬]
এই আয়াত পড়ার পরে মনে হয়, আমাকে কেবল আল্লাহর ইবাদাত করার জন্যেই সৃষ্টি করা হয়েছে, অন্য সকল কাজ ঐচ্ছিক। পড়ে থাকুক শত দায়িত্ব ও শত কাজ, সফলতা ও ক্যারিয়ার। কেবল আল্লাহর ইবাদাত যদি সময় মতো করতে পারি, তাহলেই আমি সফল। অন্য সকল কাজ ও দায়িত্বগুলো ফেলে রেখে তখন প্রশান্তি অনুভব করি।