১
পৃথিবী আমার আসল ঠিকানা নয়..
মরন একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয় ।
মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন । - ২
মিছে এই জীবনের রংধনু সাতরং, মিছে এই দুদিনের অভিনয় ।।
মিছে এই ক্ষমতার দ্বন্দ, মিছে গান কবিতার ছন্দ । - ২
মিছে এই আভিনয় নাটকের মঞ্চ, মিছে এই জয় আর পরাজয় ।।
২
হে রাসুল...
বুঝিনা আমি
রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি
রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়
জানিনা গোপনে, কেমন করে - ২
হৃদয়ে গড়েছো প্রেমের বলয়।।
তোমারি নামে আনন্দে দুলি
তোমারি নামে দুনিয়া ভুলি
কী যাদু রাখা এই নামে তে। - ২
খোদারও পরশে, যে নাম আরশে - ২
নাম মুহাম্মাদ শুধু মধুময়।।
স্বার্থবিহীন ছিলে চিরদিন
তুমি ইনসাফের প্রতীক,
কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামাত
তুমি যে প্রাণের অধিক। - ২
তুমি প্রিয়তম আমিনা নন্দন
কুল মুসলিমের হৃদয় স্পন্দন
তুমি বিনে সবি অন্ধকার। - ২
থাকিতে দেহে প্রাণ, তোমারি সম্মান - ২
দেবোনা দেবোনা লুটাতে ধুলোয়।।
৩
পৃথিবী আমার আসল ঠিকানা নয়..
মরন একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয় ।
মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন । - ২
মিছে এই জীবনের রংধনু সাতরং, মিছে এই দুদিনের অভিনয় ।।
মিছে এই ক্ষমতার দ্বন্দ, মিছে গান কবিতার ছন্দ । - ২
মিছে এই আভিনয় নাটকের মঞ্চ, মিছে এই জয় আর পরাজয় ।।
২
হে রাসুল...
বুঝিনা আমি
রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি
রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়
জানিনা গোপনে, কেমন করে - ২
হৃদয়ে গড়েছো প্রেমের বলয়।।
তোমারি নামে আনন্দে দুলি
তোমারি নামে দুনিয়া ভুলি
কী যাদু রাখা এই নামে তে। - ২
খোদারও পরশে, যে নাম আরশে - ২
নাম মুহাম্মাদ শুধু মধুময়।।
স্বার্থবিহীন ছিলে চিরদিন
তুমি ইনসাফের প্রতীক,
কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামাত
তুমি যে প্রাণের অধিক। - ২
তুমি প্রিয়তম আমিনা নন্দন
কুল মুসলিমের হৃদয় স্পন্দন
তুমি বিনে সবি অন্ধকার। - ২
থাকিতে দেহে প্রাণ, তোমারি সম্মান - ২
দেবোনা দেবোনা লুটাতে ধুলোয়।।
৩