চেষ্টার সাথে সাথে দোয়াও করতে হয়। দোয়ার সাথে সাথে চেষ্টাও করতে হয়। -এ দুটি বাক্য কি একই অর্থ বহন করে?
অনেকের কাছে দুটি বাক্যের অর্থ একই মনে হলেও আমার কাছে ভিন্ন মনে হয়।
আমরা যখন বলি - "চেষ্টার সাথে সাথে দোয়াও করতে হয়"; এর মানে হলো, আগে চেষ্টা করতে হয়, এরপর দোয়া করতে হয়।
কিন্তু,
আমরা যখন বলি - "দোয়ার সাথে সাথে চেষ্টাও করতে হয়", এর মানে হলো, আগে দোয়া করতে হয়, তারপর চেষ্টা করতে হয়।
_____
তো আসি, সবচেয়ে সেরা দোয়াটি থেকে এ বিষয়টি বুঝার চেষ্টা করি।
সবচেয়ে সেরা দোয়া হলো সূরা ফাতিহা। কারণ, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পাঠ করতে হয়, তাই নামাজকে আরবিতে সালাত বা প্রার্থনা বলা হয়। এছাড়া, যে কোনো মুনাজাতের শেষে আমরা সূরা ফাতিহা পাঠ করি।
সূরা ফাতিহায় লক্ষ্য করলে আমরা দেখি,
১ থেকে ৩ নং আয়াতে আল্লাহর প্রশংসা করা হয়েছে।
৪ নং আয়াতে বলা হয়েছে, "আমরা কেবল তোমার ইবাদত করি, এবং কেবল তোমার কাছে সাহায্য প্রার্থনা করি।
এবং, ৫ থেকে ৭ নং আয়াতে দোয়া বা প্রার্থনা করা হয়েছে।
এবার দেখুন,
৪ নং আয়াতের প্রথম অংশে কাজের কথা বলা হয়েছে, এবং শেষ অংশে দোয়ার কথা বলা হয়েছে। সুতরাং, এখানে কাজ আগে, পরে দোয়া।
এ ছাড়া, সম্পূর্ণ সূরাটিতে আমরা দেখি, প্রথম অংশটি কাজের সাথে সম্পর্কিত, এবং শেষের অংশটি দোয়ার সাথে সম্পর্কিত।
সুতরাং, আগে চেষ্টা, পরে দোয়া।
_____
"চেষ্টার সাথে সাথে দোয়াও করতে হয়" -এ কথাটি অনেক বেশি যুক্তিযুক্ত।
অনেকের কাছে দুটি বাক্যের অর্থ একই মনে হলেও আমার কাছে ভিন্ন মনে হয়।
আমরা যখন বলি - "চেষ্টার সাথে সাথে দোয়াও করতে হয়"; এর মানে হলো, আগে চেষ্টা করতে হয়, এরপর দোয়া করতে হয়।
কিন্তু,
আমরা যখন বলি - "দোয়ার সাথে সাথে চেষ্টাও করতে হয়", এর মানে হলো, আগে দোয়া করতে হয়, তারপর চেষ্টা করতে হয়।
_____
তো আসি, সবচেয়ে সেরা দোয়াটি থেকে এ বিষয়টি বুঝার চেষ্টা করি।
সবচেয়ে সেরা দোয়া হলো সূরা ফাতিহা। কারণ, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পাঠ করতে হয়, তাই নামাজকে আরবিতে সালাত বা প্রার্থনা বলা হয়। এছাড়া, যে কোনো মুনাজাতের শেষে আমরা সূরা ফাতিহা পাঠ করি।
সূরা ফাতিহায় লক্ষ্য করলে আমরা দেখি,
১ থেকে ৩ নং আয়াতে আল্লাহর প্রশংসা করা হয়েছে।
৪ নং আয়াতে বলা হয়েছে, "আমরা কেবল তোমার ইবাদত করি, এবং কেবল তোমার কাছে সাহায্য প্রার্থনা করি।
এবং, ৫ থেকে ৭ নং আয়াতে দোয়া বা প্রার্থনা করা হয়েছে।
এবার দেখুন,
৪ নং আয়াতের প্রথম অংশে কাজের কথা বলা হয়েছে, এবং শেষ অংশে দোয়ার কথা বলা হয়েছে। সুতরাং, এখানে কাজ আগে, পরে দোয়া।
এ ছাড়া, সম্পূর্ণ সূরাটিতে আমরা দেখি, প্রথম অংশটি কাজের সাথে সম্পর্কিত, এবং শেষের অংশটি দোয়ার সাথে সম্পর্কিত।
সুতরাং, আগে চেষ্টা, পরে দোয়া।
_____
"চেষ্টার সাথে সাথে দোয়াও করতে হয়" -এ কথাটি অনেক বেশি যুক্তিযুক্ত।